[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির পানছড়ি’র দুর্গম এলাকায় ৩ বিজিবির নানামুখী সহায়তা

৫১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা সনখোলা পাড়ায় ডেকোরেশন সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। রবিবার (৩০ জুন) বিকালে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ্য পাহাড়ী (নারী ও শিশুসহ) জনসাধারণের মধ্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

অন্যদিকে ওই এলাকার স্থানীয় জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করার জন্য ১০০টি চেয়ার, ১০টি টেবিল, ৯৩টি প্লেট সহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী বিতরণ করেন অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) ও লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি। জনসাধারনের পক্ষে ডেকোরেশন সামগ্রী গ্রহণ করেন ইউপি সদস্য সতীশ চাকমা এবং কারবারী কুকুমনি চাকমা।

সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন ৩ বিজিবি,লোগাং জোন কমান্ডার লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।