কাপ্তাই ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রাত ১০টার পর সড়কে দাঁড়িয়ে আড্ডা বা মাদক সেবন করলে ব্যবস্থা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ কর্তৃক আয়োজনে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত হয়।
কাপ্তাই থানা উপ-পরিদর্শক স্বরূপ কান্তি পালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম (ওসি)। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫ নং ওয়াগ্গা ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্গা ইউনিয়ন ও সাবেক মহিলা সদস্য মিনুপ্রু মারমা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি এবং সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ওসি আবুল কালাম বলেন, মাদক মুক্ত সমাজ ও উপজেলা গড়তে চাই। মাদক বহন ও সেবনকারী কাউকে ছাড় নয়। রাত ১০টার পর সড়কে দাঁড়িয়ে আড্ডা বা মাদক সেবন অবস্থায় পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।