কলেজ পড়ুয়া আফসানাকে আর্থিক সহযোগীতা করল সেনাবাহিনী
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
নানিয়ারচ উপজেলায় গরীব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মোঃ জমির আলমের মেয়ে আফসানা আক্তারের সহযোগীতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৪ জুন) সকালে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় দরিদ্র শিক্ষার্থী আফসানা আক্তারকে আর্থিক হসযোগীতা করা হয়।
কলেজ ভর্তি ফি, ড্রেস এবং আনুষঙ্গিক শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)। জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।
এদিকে নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।