আগাপে-পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-চেলাছড়া সেন্টারের উদ্যোগে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্য বিধি ক্যাম্পেইনের আয়োজন হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় আগাপের বাস্তবায়নে এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩জুন ২০২৪) খাগড়াছড়ির সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে চেলাছড়া পাড়া গ্রামে অনুষ্ঠিত সেমিনারে আগাপে-চেলাছড়া সেন্টারের প্রকল্প ম্যানেজার দিলীপ কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ঝর্ণা চাকমা। আরও উপস্থিত ছিলেন এলসিসির চেয়ারম্যান আশা প্রিয় ত্রিপুরা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিভা চাকমা, লার্মা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি চাকমা, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হেমলী ত্রিপুরা, এলসিসির সদস্য যশোবর্ধন ত্রিপুরা, সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়ের সরকারি শিক্ষক সুজাতা ত্রিপুরা, এলসিসির সদস্য শ্যামলাময় ত্রিপুরা, স্থানীয় পেরাছড়া ইউনিয়ন কমিউনিটি সেন্টারের সিএইচসিপি গীতা ত্রিপুরা।
স্কুল-কলেজের ছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত উপায়ে ঋতুকালীন পরিচর্যা, মাসিক ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এছাড়াও মাসিক চলাকালীন কি কি নিয়ম মেনে চলতে হবে, সমাজে নানা প্রচলিত কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কে তাদের সচেতন করা হয়। এছাড়াও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নোংরা ও পুরোনো কাপড়ের পরিবর্তে সহজলভ্য ন্যাপকিন বা প্যাড ব্যবহার করার পরামর্শ দেন ডাঃ ঝণাৎ চাকমা।
সভায় বক্তারা বলেন, ‘পিরিয়ড সম্পর্কে সঠিক তথ্য না জানা, পিরিয়ড সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এবং পিরিয়ড-কালীন সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত না হওয়ায় পিরিয়ড-কালীন নানা জটিলতার মুখোমুখি হতে হয় মেয়েদের। পাহাড়ি জনপদে দুর্গম রাস্তা ও নাগরিক সুবিধার অপ্রতুলতার কারণে অনেকে বাধ্য হয়েই মাসিকের সময় নোংরা অস্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে ঝুঁকেন।
ক্যাম্পেইনে প্রকল্পের উপকারভোগী অন্তত ১০০ জনের বেশি নারী- এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভা শেষে শিশু কিশোরীদের স্বাস্থ্য সামগ্রী তুলে দেন অতিথিরা।