কাপ্তাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী সম্মেলন কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দীন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেনকে বরণ করা হয়। এছাড়া বিগত উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমাকে বিদায় দেওয়া হয়। নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান ও পুরাতনদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা পিআইও রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, চিরনজীত তনচংগ্যা, তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, হেডম্যান থোয়াই অং মারমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।