[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
প্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভালংগদুতে অবৈধভাবে পাহাড়/টিলা কর্তনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ডরাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানির সংকট দূর করলো সেনাবাহিনীদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও পুরস্কার বিতরণপানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিতকাপ্তাইয়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক সভারাজস্থলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে অটোরিক্সা উল্টে বনবিভাগের নৌকা চালক নিহত সহ আহত -১

৫১

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাস্থ বালুচর নামক এলাকায় চলন্ত অটোরিক্সা উল্টে সুইমংচিং মারমা (৫০) নামের এক বন বিভাগের নৌকা চালক নিহত হয়েছে। এবং চালক আবুল কালাম (৪৮) আহত হয়ে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই বালুরচর এলাকায় দুর্ঘটনা ঘটে।

কাপ্তাই থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা বেপরোয়া গতি নিয়ে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশার চাকা উল্টে যায়। এসময় অটোরিকশাতে থাকা যাত্রী ও চালকরা বেশ আহত হয়। তবে সুইমংচিং নামের ওই যাত্রী এই ঘটনায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠালে সুইমংচিং অবস্থা আশংকাজনক হওয়াতে চট্টগ্রামে রেফার করা হয়। পরে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। উত্তর বন বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী(ডিএফও) জানান, নিহত সুইমংচিং মারমা আমাদের বন বিভাগের নৌকা চালক।

চিৎমরম বাসা হতে রাঙ্গামাটি অফিসে আসার পথে সিএনজি চাকা উল্টে সে গুরুতর অভাবে আহত হয়। এবং চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রামে নেওয়ার পর মৃত্যু হয়েছে শুনেছি। তবে উক্ত ঘটনায় কেউ মামলা বা অভিযোগ না করায় আজ বৃহস্পতিবার নিহত ব্যক্তির লাশ পারিবারিক ভাবে দাহ বা সৎকার করা হয়।