কাপ্তাইয়ে গরুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কাপ্তাই নতুন বাজার গরুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) কাপ্তাই থানার আয়োজনে নতুনবাজার গরু হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম(ওসি) জানান নিরাপত্তা জেরদার করনে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার দিক-নির্দেশনায় নির্দেশে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়া কোরবানীর পশুরহাটে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদার করে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে বলে থানা সূত্রে জানানো হয়। এসময় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ, এসআই ফিরোজ আলম, ইজারদার মনির হোসেনসহ বিভিন্ন লোকজন ও গরু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।