[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ি নাগরিক প্লাটর্মের ত্রৈমাসিক অভিজ্ঞতা বিনিময় সভা

পাহাড়ী নারী চীনে পাচার একটা ভয়াবহ আকার ধারণ করেছে

৬৬

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মানব-পাচার বা চীনে পাহাড়ী নারী পাচার একটা ভয়াবহ আকার ধারণ করেছে। যে পরিবারগুলো হত-দরিদ্র এবং প্রান্তিক তারাই বেশী মানব পাচারের শিকার হচ্ছে। সম্প্রতি খাগড়াছড়ি থেকে কিছু নারী পাচারের খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি জেলায় তৃণমুল উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের উদ্যোগে নাগরিক প্লাটফর্মের সদস্যদের সমন্বয়ে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভায় এ অভিযোগ করা হয়। বৃহস্পতিবার (১৩জুন) সকাল সাড়ে ১০টায় তৃণমুল উন্নয়ন সংস্থা আস্থা’র প্রকল্পের উদ্যোগে সংস্থার আশীষ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিভিল প্লাটফর্মের আহ্বায়ক সাধন কুমার চাক্মা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা থেকে নির্বাচিত নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক রিপন চাক্মা, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং কর্মকর্তা মিহির কান্তি ত্রিপুরাসহ উপজেলা থেকে নির্বাচিত নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যমের অগ্রগতি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। প্রকল্পের ধারণাপত্র সম্পর্কে আলোচনা করে সকলের মতামত নেন। ইয়ুথ গ্রুপ এবং নাগরিক প্লাটফর্মের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আবারো বিশদভাবে পর্যালোচনা করা হয়। আগামীতে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তী সময়ে নাগরিক প্লাটফর্মের কার্যক্রম ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি মানব-পাচার বা চীনে পাহাড়ী নারী পাচার একটা ভয়াবহ আকার ধারণ করেছে। যে পরিবারগুলো হত-দরিদ্র এবং প্রান্তিক তারাই বেশী মানব পাচারের শিকার হচ্ছে। সম্প্রতি খাগড়াছড়ি থেকে কিছু নারী পাচারের খবর পাওয়া গেছে বলে বক্তারা জানান। তাই নারী পাচার, মাদক এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে নাগরিক প্লাটফর্ম যুবদের সাথে নিয়ে তৃণমুল পর্যায়ে বিশেষ উদ্যোগ হাতে নেওয়ার সুযোগ রয়েছে বলে মতাতম ব্যক্ত করা হয়।

বক্তারা আরো উল্লেখ করেন যে, উপজেলা পর্যায়ে ইয়ুথ গ্রুপকে আরো সক্রিয় করা প্রয়োজন। তারা যাতে নাগরিক প্লাটফর্মের সাথে এবং প্রশাসন ও সরকারী ও বেসরকারী সংস্থার সাথে নিজেদের পরিচিতি কার্যক্রমের মাধ্যমে তুলে ধরতে পারে। সংস্থার নির্বাহি পরিচালক রিপন চাক্মা বলেন, নাগরিক প্লাটফর্ম মুলত যুবদের নেতৃত্ব বিকাশ, অংশগ্রহন, ক্ষমতায়ন প্রক্রিয়ায় এবং নাগরিক অধিকার চর্চায় নিবিড় ভাবে সহায়তা প্রদান করবে। যাতে করে যুব সমাজ সামাজিক অবক্ষয়, অনিয়ম এবং অন্যায়ের বিরেুদ্ধে সোচ্চার হয়ে নিজেদের কন্ঠস্বর প্রকাশ করতে পারে। এবং সামাজিক শান্তি, সহনশীলতা এবং সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বলিষ্ট ভুমিকা নিতে পারে।

সভাপতির বক্তব্যে সাধন কুমার চাক্মা বলেন, আমরা সবাই সমাজের শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করছি কিন্তু তারপরও প্রতিনিয়ত সমাজে নানা ধরণের অপরাধ, অন্যায় ও নাগরিক অধিকার লঙ্ঘন হচ্ছে। নৈতিক শিক্ষার অভাবে আমাদের যুব সমাজ সামাজিক অবক্ষয়ের পথে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাই এখন আমাদের কাজ হবে যতটা সম্ভব সবাইকে শান্তির পক্ষে কাজ করবার জন্য উৎসাহিত করা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের নৈতিক-মানবিক মূল্যবোধ সম্পন্ন মানব সম্পদ হিসাবে গড়ে তোলা।

উল্লেখ্য যে, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমুল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ি জেলার ০৯টি উপজেলায় বাস্তবায়ন করছে।