কাপ্তাই ইউপি’তে ঈদ-উল-আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয়
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। বুধবার (১৩জুন) সকাল ৯টা হতে দুপুর ২টা পযন্ত কাপ্তাই ৪নং ইউনিয়ন এলাকায় ন্যায্য মূল্যে ১হাজার কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
তৈল, মুসরডাল ও ৫ কেজি চাল ৪৭০ টাকায় বিক্রয় করা হয়। কাপ্তাই এলাকার ডিলার কাঞ্চন চৌধুরী জানান শনিবার সহ দু’দিনে ১৯০০ কার্ডধারী ব্যাক্তি ন্যায্য মূল্যে টিসিবি পণ্য ক্রয় করতে পারবে। সকালে দেখা যায় মহিলা, পুরুষ সকলে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করছে। এছাড়া উপজেলার আরো ৪টি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে।