নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো ম্মার্ট বাংলাদেশ
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো ম্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা।
মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ আমেনা বেগম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপস্থিতগণদের মাধ্যমে স্টেকহোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন পরামর্শ ও আলোচনা করা হয়। একই সাথে দিনব্যাপী মৎস্য বিষয়ক বিভিন্ন বিষয়ে গ্রুপ ওয়ার্কসহ এ সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয়। কর্মশালায়, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্য চাষী, উদ্যেক্তা সহ অনেকে অংশগ্রহণ করেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মশালাটি আয়োজনে করে।