নানিয়ারচর সেনা জোন (১০ বীর) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল বক্স বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১১ জুন) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় বগাছড়ি আল আমিন জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭১জন শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
পরে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে জোন কমান্ডার মতবিনিময় করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ সামরিক বাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে।
জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং হতদরিদ্র জনগণের মাঝে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।