কাপ্তাইয়ে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার আরো২টি ইউনিয়নে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার (১১জুন২৪) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ৫ম পর্যায়ে দ্বিতীয় ধাপে পরিবারগুলোর মাঝে অনুষ্ঠানের মাধ্যমে গৃহ ও জমি হস্তান্তর করা হয়।
এবারের ঘর গুলো পাহাড়ি মাচাং ঘরের আদলে তৈরী করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভার্চুয়ালে যুক্ত হয়ে সারদেশে ১৮হাজার গৃহ ও ভূমিহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিনের সঞ্চালনায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করে কাপ্তাই উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এবং উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন।
এসময় কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী,ইউপি পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন, মংক্য মারমা, ওয়েশ্লিমং চৌধুরীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।