[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে কেএনএফ এর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

এলাকায় সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে

৪৯

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএসএফ) অবৈধ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কার্যাক্রন বন্ধের দাবিতে রোয়াংছড়ি উপজেলায় বসবাসরত বম জনগোষ্ঠী কর্তৃক আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাজারস্থ মাল্টিপারপাস প্রাঙ্গণের অনুষ্ঠিত হয়। সোমবার (১০ জুন ২৪) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের নেইতন বুইতিং এর সভাপতিত্বে বক্তারা বলেন পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

কেএনএফ এর সশস্ত্র সংগঠন কর্তৃক ব্যাংক ডাকাতি, সরকারি অস্ত্র লুট, অপহরণ, চাঁদাবাজি ও সেনাবাহিনীর উপর হামলাসহ নানা রকম সন্ত্রাসী কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে সাধারণ নাগরিকের জানমাল নিরাপত্তাহীনতা ভুগছে। তাছাড়া রাষ্ট্রীয় সম্পদের লুট করা দন্ডনীয় অপরাধ। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই। কেএনএফ এর বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকায় স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। তোমাদের অনৈতিক কার্যকলাপের জন্য সাধারণ মানুষ বিশেষ করে বম জনগোষ্ঠীর পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি। আমাদের মা-বোনও তোমাদের অপরাধের ভুক্তভোগি হতে চাই না। বম জনগোষ্ঠীর অধিকাংশ গ্রাম জনশূন্য। শতশত মানুষ দেশান্তরিত হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হচ্ছে। স্বাভাবিক গৃহস্থালি কাজ, আর্থ সামাজিক, জীবন জীবিকা নির্বাহ কাজ ব্যাহত হচ্ছে।

বক্তারা আরো বলেন, এলাকায় সাধারণ মানুষ অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। এসবের দায়ভার কেএনএফের নিতে হবে। বম জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস হচ্ছে ফলের বাগান ও জুম চাষ। ফলজ বাগান করে শতশত পরিবার জীবিকা নির্বাহ করে থাকে। ফল-মূল বিক্রয় করার এই মৌসুমে কেএনএফ সন্ত্রাসী কর্মকান্তে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বম পাড়ায় আসতে না পাড়ায় শত একর ফলজ বাগান বিনষ্ট হয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হয়। তাই কেএনএফ সংগঠনের প্রতি আমাদের অনুরোধ, তোমরা যদি সমাজে শান্তি চাও তাহলে সরকারি অস্ত্র ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসো। তোমাদের অযৌক্তিক ও অবান্তর চিন্তা সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা, অর্থনৈতিক সমস্যা ও এলাকায় ক্ষতি ছাড়া কোন সুফল বয়ে আনবে না বলে জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানের বক্তব্য রাখেন ৩৪১নং পাইক্ষ্যং মৌজা হেডম্যান বয়থাং বম, পারখুপ বম,জেনেট বমসহ আরো অনেকে। এসময় শতাধিক বম জনগোষ্ঠীর নর-নরী উপস্থিত ছিলেন।