রাঙ্গামাটির রাজস্থলীতে ম্যালেরিয়া বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত
॥ রাজস্থলী প্রতিনিধি ॥
২০২৫ সালের মধ্যে ম্যালেরিয়া প্রবণ এলাকায় আক্রান্তের হার প্রতি হাজারে ১ এর নীচে নামিয়ে এনে ও ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকার। তিন পার্বত্য জেলা তথা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়া প্রবণ এলাকা। এ লক্ষে সরকারের পাশাপাশি ম্যালেরিয়া নির্মূলে এনজিও ব্র্যাক যৌথভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ম্যালেরিয়া রোগ নির্মূলে ২০২৩ সালে রাজস্থলী উপজেলায় ২৫ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রতিটি পাড়ায় পাড়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সচেতনতায় উপজেলায় ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার শূণ্যের কৌটায় নেমে এসেছে। যারা আক্রান্ত হয়েছিলেন সবাই সরকারী বেসরকারী চিকিৎসায় সুস্থ হয়েছেন। কেউ মারা যায়নি। বর্তমানে রাজস্থলী উপজেলায় কোন ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত নেই বলে জানান প্রকল্পের ম্যানেজার সঞ্চয় চাকমা ।
স্থানীয় বেসরকারী সংস্থ্যা ব্র্যাক আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সহযোগিতায় ম্যালেরিয়া রোগ নির্মূল প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এডভোকেসি সভায় এইসব কথা বলেন বক্তারা। রবিবার (১০ জুন ২০২৪ইং) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আর এম ও ডাঃ নিজাম উদ্দিনের সভাপতিত্ব এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কারিতাস ম্যানজার সাধন কৃষ্ণ চাকমা,জয়নুল তালুকদার (মেম্বার) হরিমন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, হেডম্যান প্রেমা তালুকদার, সাংবাদিক হাবীবুল্ল্যাহ মিজবা, কার্বারী শাক্যমিত্র তনচংগ্যা প্রমূখ। এছাড়া সভায় সাংবাদিক, বৌদ্ধ ধর্মীয় গুরু, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, কারবারী, হেডম্যান অংশগ্রহণ করেন।