[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে ১০ ওয়াকিটকি সহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীবান্দরবানের লামায় সাড়ে ৬ লাখ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসখাগড়াছড়ির রামগড়ে শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতারদীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেনবান্দরবানের আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যু, চার বন্ধু আটকদীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেলখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধারপাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচল
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত হবে

ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার শূণ্যের কৌটায় নেমে এসেছে

৬২

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
২০২৫ সালের মধ্যে ম্যলেরিয়া প্রবণ এলাকায় আক্রান্তের হার প্রতি হাজারে ১ এর নীচে নামিয়ে এনে ও ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকার। তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যালেরিয়া প্রবণ এলাকা। এ লক্ষে সরকারের পাশাপাশি ম্যালেরিয়া নির্মূলে এনজিও ব্র্যাক ও স্থানীয় এনজিও এনজেড একতা মহিলা সমিতি যৌথভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ম্যালেরিয়া রোগ নির্মূলে ২০২৩ সালে লামা উপজেলায় ১ লক্ষ ২ হাজারটি কীটনাশকযুক্ত মশারি বিতরণের পাশাপাশি সচেতনতামূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

রবিবার (০৯ জুন ২০২৪ইং) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এখিং মার্মার সভাপতিত্ব এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ জেসমিন আক্তার, ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, লামা সার্কেল ওসি মোঃ আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও মিন্টু কুমার সেন, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। এছাড়া সভায় সাংবাদিক, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, কারবারী, হেডম্যান অংশগ্রহণ করেন।

প্রতিটি পাড়ায় পাড়ায় স্বাস্থ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সচেতনতায় উপজেলায় ম্যালেরিয়া রোগে মৃত্যুর হার শূণ্যের কৌটায় নেমে এসেছে। এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২২ সালে উপজেলায় ৪ হাজার ১২৭ জন, ২০২৩ সালে ২ হাজার ৪৪৪ জন ও ২০২৪ সালের মে মাস পর্যন্ত ২শ ৪৭ জন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সবাই সরকারী বেসরকারী চিকিৎসায় সুস্থ হয়েছেন। কেউ মারা যায়নি। বর্তমানে লামা উপজেলায় কোন ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত নেই বলে জানান প্রকল্পের ম্যানেজার আবুল কালাম।

স্থানীয় বেসরকারী সংস্থা এন জেড একতা মহিলা সমিতির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং এনজিও ব্র্যাক এর সহযোগিতায় ম্যালেরিয়া রোগ নির্মূল প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এডভোকেসি সভায় এইসব কথা বলেন বক্তারা। সভায় ম্যালেরিয়া রোগ প্রতিরোধ, নির্মূল ও আক্রান্তদের চিকিৎসা বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন, এন জেড একতা মহিলা সমিতির ম্যালেরিয়া প্রকল্প ম্যানেজার আবুল কালাম।