[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে আইজিপি শিক্ষাবৃত্তি' কার্যক্রমের শিক্ষাবৃত্তি প্রদান

দেশ, দেশের স্বাধীনতা, মূল্যবোধ ও সারা বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে: পুলিশ সুপার

৫৩

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি ‘ কার্যক্রমের আওতায় নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৮জুন) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এনড অপস্) মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আজকের দিনটি অনেক আনন্দের। এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। আমরা তাদের মাঝে একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি করতে চাই। যাতে তারা মানুষের মত মানুষ হতে পারে। অবস্থা পরিবর্তনের একমাত্র হাতিয়ার শিক্ষা। শিক্ষাই সবার মধ্যে পার্থক্য তৈরি করে দেয়। সফলতার জন্য শর্টকাট কোন রাস্তা নেই। যারা পড়ালেখায় ফাঁকিবাজি করবে তাদের জীবনও ফাঁকিবাজিতে পড়ে যাবে।

তিনি আরো বলেন, তোমরা আজকে যারা সাফল্য পেয়েছ তা যথেষ্ট নয়। সামনে তোমাদের জন্য তীব্র প্রতিযোগিতা অপেক্ষা করছে। তার প্রস্তুতি তোমাদের এখন থেকেই নিতে হবে। শুধু পুস্তকের লেখাপড়ায় কাঙ্খিত সাফল্য পাওয়া যাবেনা। দেশ, দেশের স্বাধীনতা, মূল্যবোধ, সারা বিশ্ব সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। দেশ ও দেশের মানুষের মঙ্গলের ব্রত তোমাদের মননে থাকতে হবে। দেশ যদি এগিয়ে যায় তাহলে আমরাও এগিয়ে যাব। কখনও পিতা-মাতার মনঃকষ্টের কারণ হবানা। কারন, তারা সর্বোচ্চ দিয়ে তোমাদের মানুষ করেছে। তাদের ত্যাগ, তাদের পরিশ্রমকে কখনো অবমূল্যায়ন করবেনা। তিনি বলেন, মাদকাসক্ত ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা মাদকাসক্ত হয় তাদের অধিকাংশই তাদের বন্ধু-বান্ধব দ্বারা প্রভাবিত হয়ে হয়। তাই বন্ধু-বান্ধব নির্বাচন করার আগে সতর্ক থাকতে হবে।

শিক্ষাবৃত্তি পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা আইজিপি ও পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ শিক্ষাবৃত্তি আমাদের মাঝে আরও ভালোভাবে পড়াশোনার জন্য স্পৃহা জাগাবে এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।