॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বালু বোঝাই ট্রাকে করে অভিনব কায়দায় বিদেশি মদ পাচারকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১শ ৮টি বিদেশি মদের বোতল জব্ধ করা হয়। শনিবার (৮জুন) সকালে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
ঈুলিশ সুপার বলেন, শুক্রবার বিকেলে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই একটি ট্রাকে করে ৪ কাটন বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১০৮টি মদের বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পানছড়ি উপজেলার দমদম এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ জামাল হোসেন, হাসান নগর এলাকার আব্দুল মান্নানের ছেলে আবু ছিদ্দিক, জিয়ানগর এলাকার মলু মিয়া’র ছেলে মোবারক হোসেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের মূল-হোতাদের ধরতে গ্রেফতারকৃত ৩ আসামীদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এসপি।