[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের রুমা গ্রামবাসীর প্রশ্ন কত বছর অপেক্ষা করলে পাকা-নিরাপদ সড়ক পাবখাগড়াছড়ির মাটিরাঙ্গায় গণধর্ষণের শিকার উপজাতি কিশোরী, আটক-২রাঙ্গামাটি জেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- কাজল তালুকদারসেবাপ্রাপ্তীদের প্রত্যাশা পুরণে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল বদ্ধ পরিকর: সিভিল সার্জনখাগড়াছড়ির রামগড়ে পিতা হত্যা’র আসামি ছেলে পুলিশের হাতে গ্রেপ্তাররাঙ্গামাটিতে মৃত হাতি শাবককে ৪৮ঘণ্টা ধরে পাহাড়ায় হাতির দলজাতীয় নিরাপদ সড়ক দিবসে দীঘিনালায় সচেতনতামূলক সভাবাল্যবিবাহ নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেকাপ্তাই আইডিইবি’র নতুন সভাপতি- ইমাম ও সাঃ সম্পাদক-আলীআইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা নির্বাহী কমিটি সম্মেলন অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

পার্বত্য অঞ্চলের মানুষও র্স্মাট ভূমি সেবার মাধ্যমে র্স্মাট নাগরকি হবে: জেলা প্রশাসক

৫১

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে রঙ্গিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব, ভূমি অধিগ্রহণ শাখা) রাসেল ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, ভাইবোনছড়া ইউপির চেয়ারম্যান সুজন চাকমা, গোলাবাড়ী মৌজার হেডম্যান উক্য সাইন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, সারাদেশের ৬১টি জেলায় ডিজিটাল ভূমি সেবা পেলেও তিন পার্বত্য জেলায় তা বিশেষ কিছু কারণে হচ্ছে না। পার্বত্য অঞ্চলের মানুষের জন্যও সরকার কাজ করছে, কিভাবে অনলাইনের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা পাওয়া যায়। র্স্মাট ভূমি সেবার মাধ্যমে সবাই র্স্মাট নাগরকি হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।