কাপ্তাই রাইখালীতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন রংধনু
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই রাইখালী শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রংধনু একাদশ। শুক্রবার (৭ জুন) বিকালে রাইখালী সদরপাড়া ফ্রেন্ড একতা সংঘের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে নারানগিরি পাড়া রংধনু একাদশকে রাইখালী সদরপাড়া বঙ্গবন্ধু একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রাইখালী ইউপি সদস্য ও ফেন্ডস একদা সংঘের উপদেষ্টা শেখ নাছের উদ্দিন।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, রাইখালী ইউনিয়ন আওয়ামীগ সদস্য মোঃ ইব্রাহিম, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ ফরহাদ, রাইখালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফ, স্থানীয় শাহী জামে মসজিদের সমাজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক মো নুরুল ইসলাম প্রমুখ। রাইখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন রাঙ্গার সঞ্চালনা করেন।