রামগড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫২ হাজার টাকা জরিমানা
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ই জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় খালেক হোটেল মালিককে ১০হাজার, মেয়াদহীন কসমেটিকস রাখার অপরাধে মেসার্স রুপ কথা কসমেটিকসকে ২০হাজার, মেয়াদহীন ঔষধ দোকানে রাখার অপরাধে মেসার্স জাহাঙ্গীর মেডিকেল হল মালিককে ২০ হাজার ও হৃদয় কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক এর নেতৃত্বে পুলিশের একটি টিম সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করেন।