[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বিশ্ব পরিবেশ দিবসে খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীদের সনাকের বৃক্ষ চারা বিতরণ

৪৫

॥ দহেন বিকাশ ত্রিপুরা, প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও স্কুল শিক্ষার্থীদের চারা বিতরণ করা হয়েছে। ‘‘ভূমির অবক্ষয় ও মরুকরণ রোধ এবং খরা সহনশীলতা অর্জন, চাই আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গীকারের কার্যকর বাস্তবায়ন’’ স্লোগানে এসবের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি।

দিবসটি উপলক্ষে বুধবার (৫জুন) দুপুরে জেলা শহরে বড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মন্ডল।

এ সময় বক্তারা ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের নৈতিবাচক প্রভাব; খরা, মরুকরণসহ ভূমির অবক্ষয় ক্রমেই বৃদ্ধি, ভূমি অবক্ষয়ের ফলে মাটির গুণগত মান ও উৎপাদন ক্ষমতা হ্রাস, কৃষি উপযোগী জমি চাষের অনুপযোগী এবং সুপেয় পানির সংকট বৃদ্ধিসহ নানা ঘাটতির কথা তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহ-সভাপতি ও প্রাক্তন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলা রাণী দাশ ।

এসময় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের সদস্য অংসুই মারমা। আরো বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, বড় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জগদীশ চন্দ্র সরকার, বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক শ্যামলী দেবী। এসময় দিবসের প্রতিপাদ্যের উপর ধারণা পত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা খলেন জ্যোতি ত্রিপুরা।

বক্তারা বলেন, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং সেই সম্পদে দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশগম্যতা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আদিবাসী, উপকূলীয় এবং খরা উপদ্রুত অঞ্চলের জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত অঞ্চলকে গুরুত্ব প্রদান করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ; পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ঠ অংশীজনের অংগ্রহণ নিশ্চিতে টিআইবি ১৯ দফা দাবি তুলে ধরেন।