[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

গাছপালা কমে যাওয়ায় পরিবেশ দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে

৩৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ভূমি পুরুদ্ধার, মরুময়তা রোধ ও খরা সহনশীলতা অর্জন-এই ভাবনায় ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলাচনা সভা, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৫জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সেমনিার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাড়াইছড়ি বন বিভাগের সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখতার আলী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দীঘিনালা লীফ অফিসার সুখলা চাকমা, সহাকরী লীফ অফিসার হাছান আলী, রাঙ্গামাটি লীফ অফিসার ফজল আহম্মেদ, ইএসজি ডেভেলাপম্যান্ট অফিসার আবু সোহরাফ, দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প আর কিছু নাই, তাই বেশি বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। লক্ষ লক্ষ গাছ লাগালে হবে না গাছের পরিচর্চা করতে হবে, পরিচর্চা না করলে গাছ বড় হবে না, গাছ মারা যাবে। পৃথিবীতে গাছই একমাত্র অক্সিজেন দেয় এবং বিষাক্ত কার্বন ড্রাই অক্সিজেন গ্রহন করে। গাছপালা কমে যাওয়ার কারনে পরিবেশ দিন দিন বিপর্যয়ের মুখে পড়ছে। পরিবেশে মানুষসহ সকল প্রাণি ঠিকে থাকতে হলে বেশি বেশি গাছ লাগানো ছাড়া উপাই নাই।

আলেচনা সভাশেষে উপজেলা প্রশাসন ও বনায়ন কর্মসূচী (চট্টগ্রাম নর্থ লীফ রিজিয়ন)। ৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ২০হাজার ফলদ ও বনজ চারা বিতরন করা হয়। এবছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো দীঘিনালায় ৩লক্ষ ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরন করবে।