খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) সকালে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, সহকারী কমিশনার (ভূমি) মিজ ইসমত জাহান তুহিন,উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার কাজী সোহেল রানা, রামগড় ইউপি মেম্বার মোঃ শাহজাহান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।