রামগড়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা ও সভা
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দের অংশগ্রহণে উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (০৪ জুন) সকাল ১০টায় রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মমতা আফরিন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আহসান নীলা। শুরুতেই রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন নব-নির্বাচিত চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম আলমগীর, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জমির উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।L