রাঙ্গামাটির লংগদুতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে জেসমিন আক্তার (১৯),পিতা প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদ ও মাতা আনোয়ারা নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। পারিবারিক সুত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলায় নিজের বসত ঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁসি দেয় জেসমিন। সে লংগদু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী।
প্রতিবেশীরা বলেন নিহত জেসমিনের মা টিসিবি পণ্য আনতে লংগদু যাওয়ার জন্য বের হয়। টিসিবি পণ্য তুলতে যে কার্ড ব্যবহার করতে হয়, তা নিতে ভুলে যায় ভিকটিমের মা। পরে কার্ড নিতে ঘরে আসে তখন দরজা আটকানো দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলতেই দেখে এমন পরিস্থিতি। প্রতিবেশীরা আরো বলেন, বাসায় কোনরকম ঝামেলা হয়নি। তবে এলাকাবাসীর তথ্যমতে মেয়েটি কারো সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলো। এসব কারণেই হয়তো গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা পাওয়া যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।