[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে শিশু ভানথাংপুই বম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫৯

॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্কুল-কলেজ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দদের ব্যানারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি সরকারি কলেজ থেকে শুরু করে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কলেজ সংলগ্ন সড়কে সমাবেশে মিলিত হয়। এসময় বান্দরবানে ৫ম শ্রেণির শিশু ভানথাংপুই বম (১৩) কে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করা হয়।

মানিকছড়ি কলেজ শিক্ষার্থী আনু মারমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী অংহ্লাচিং মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী অংসালা মারমা। সমাবেশে বক্তারা বলেন, ভানথাংপুই বম একজন সাধারণ শিক্ষার্থী ছিল। সে কখনও কেএনএফের সদস্য হতে পারে না। অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাছাড়া বান্দারবনে যৌথবাহিনীর সদস্যরা বম জাতির ওপর অবর্ণনীয় নির্যাতন, হত্যা, গুম ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না গর্ভবতি নারীরাও। তাই অনতিবিলম্বে পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান বক্তারা। সেই সাথে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। বান্দরবানের বম জাতিস্বত্তাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ সহ যারা ভানথাংপুই বমকে গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সেই সাথে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারকৃত বম জাতিস্বত্তার নারী-শিশুসহ নিরীহ লোকজনকে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পাশাপাশি আগামীর অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে শিক্ষার্থীদের অংশ গ্রহণের আহবান জানান তারা।

সমাবেশে শিল্পী সায়ানের লেখা ‘তোমাকে বলছি পাহাড়ের বীর সেনা’ কবিতাটি আবৃত্তি করেন মানিকছড়ি ইংলিশ স্কুলের শিক্ষার্থী অংমাপ্রু মারমা।