১০ আরই ব্যাটালিয়ন ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আরই ব্যাটালিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩জুন)সকাল ১১টায় বরাদম,গবাগনা ও হাজাছড়ি অসহায়,দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মুহাম্মদ সোহেল পিএসসির সার্বাধিক সহযোগিতা ত্রাণ সামগ্রী বিতরণ করে ক্যাপ্টেন মোঃ এনামুল হক সাকিব। তিনি বলেন, ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে ও সুবিধা বঞ্চিত মানুষের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।