ইউপিডিএফের কর্মীকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
ঠ্যাঙাড়ে বাহিনী কর্তৃক ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চাইল্যারচর এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাবেক কর্মী রেদাসে মারমা ওরফে আনুমংকে গুলি করে হত্যা ও তার মা হ্লামাপ্রু মারমাকে আহত করার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে মানিকছড়ি উপজেলার জামতলা এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
পিসিপি সদস্য আনু মারমার সঞ্চালনায় মিছিল পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমা।
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চাইল্যারচর এলাকায় ইউপিডিএফের সাবেক কর্মী রেদাসে মারমাকে হত্যা ও তার মাকে গুলি করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যারা এমন ন্যাক্কারজনক হত্যাকান্ড ঘটিয়েছে, তারা প্রশাসনের নাকের ডগায় ঘুরছে। অথচ প্রশাসন তাদের ধরছে না। পাহাড়ে হত্যা, গুম ও অরাজকতা সৃষ্টি করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের ন্যায্যদাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দলন চলবে। ইউপিডিএফের সাবেক কর্মী রেদাসে মারমাকে গুলি করে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে।
উল্লেখ্য, গত ১ জুন ফটিকছড়ির চাইল্যারচর গ্রামের নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আহত হন রেদাসের মা হ্লামাপ্রু মারমা।