কাপ্তাই নতুন বাজার তথ্য অফিসের নারী সমাবেশ
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা করা হয়েছে। রবিবার (২জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুুষ্ঠিত হয়।
সভায় সার্বজনীন পেনশন বীমা, পাহাড়ের ডালে ঝুঁকিপূর্ণ বসবাস, যৌতুক প্রথা, ইভটিজিং, মাদকসহ সরকারের বিভিন্ন সেবা বিষয়ে আলোচনা করা হয়। তথ্য অফিস সহকারী শফিউল আজিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববীদ রাশেদুজ্জাম ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাহামিনা সুলতানা।