[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যুকাপ্তাইস্থ ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারকে হাঁস বিতরণবিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বাঘাইছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারাখাগড়াছড়ির দীঘিনালায় পরীক্ষার্থীর মাঝে পানি, ওরস্যালাইন বিতরণ করলো ছাত্রদলবৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদানরাঙ্গামাটিতে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক-১রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপন
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা ভাষার বর্ণমালা শেখার কার্যক্রম উদ্বোধন

৬২

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কাপ্তাইয়ে তনচংগ্যা ও মারমা বর্ণমালা শেখার কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ভিভিন্ন উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। শনিবার (১জুন) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পরিষদ এর অর্থায়নে কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এক বছরব্যাপী তনচংগ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধনী করেন এবং শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন। পরে চিৎমরম উচ্চ বিদ্যালয়ে মারমা শিক্ষার্থীদের মারমা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, মারমা সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব বর্ণমালা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। অনেকে মারমা ভাষায় কথা বলতে পারলেও মারমা ভাষার বর্ণমালা লিখতে জানে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো মারমা সম্প্রদায়ের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব বর্ণমালায় লিখতে এবং পড়তে জানে সেই ব্যবস্থা করেছে।

পরে প্রধান অতিথি শিলছড়ি ও চিৎমরম পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণের ভিত্তিপ্রস্তর, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বড় মসজিদের ভাঙ্গন রক্ষার্থে বাঁধ নির্মাণে ভিত্তিপ্রস্তর, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এর ছাত্রীনিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসা ভিত্তিপ্রস্তরস্থাপন, স্বর্ণ টিলা মসজিদের ভিত্তিপ্রস্তরসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করে।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীর, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান নাছির উদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিংমং চৌধুরীসহ আ’লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।