[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদুতে চেয়ারম্যান বাবুল, ভাইস-চেয়ারম্যান রকিব ও ফাতেমা

৫০

॥ লংগদু প্রতিনিধি ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটির লংগদুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৯ মে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাবুল দাশ বাবু, ভাইস চেয়ারম্যান রকিব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসেন ফাতেমা জিন্নাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফলে জানা যায়, ১৭ হাজার ১৪৬ ভোট পেয়ে লংগদু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ১২ হাজার ৮৫৬ ভোট পায় ছাড়াও ১ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে দোয়াত কলমের প্রার্থী সিরাজুল ইসলাম ঝান্টু তৃতীয় ও ৭৪০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন এডভোকেট আবছার উদ্দীন।

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন বই প্রতীকের প্রার্থী রকিব হোসেন এবং চশমা প্রতীকের প্রার্থী কল্যাণ প্রিয় চাকমা ৯ হাজার ৭শ ৯০ ভোট পেয়ে দ্বিতীয় ও টিউবওয়েল মার্কার প্রার্থী তোফায়েল বাবুল ৫ হাজার ৫শ ৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১৭ হাজার৫২২ ভোটে জয় লাভ করেন ফাতেমা জিন্নাহ এবং তার নিকটতম প্রার্থী ১৩ হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।

এবার রাঙ্গামাটির লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, পুরুষ ভাইস চেয়ারম্যান তিন জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। লংগদু উপজেলায় মোট ২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এতে ভোটার সংখ্যা ছিলো ৬১ হাজার ২৬৩ জন। পুরুষ ভোটার ৩১ হাজার ৮৭৭ জন, মহিলা ভোটার ২৯ হাজার ৩০০ শত ৮৬ জন। যার মধ্যে মোট কাস্ট হয়েছে ৫২ শতাংশ ভোট।