রাইখালীর মতিপাড়া হতে পাচারকালে জ্বালানিকাঠ বোঝাই ট্রাক আটক
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই রাইখালী রেঞ্জ মতিপাড়া হতে রাতে পাচারকালে জ্বালানি কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) আটক জ্বালানি কাঠসহ বোঝাই চাঁদের গাড়ির বিরুদ্ধে বন মামলা করা হয়েছে।
বুধবার রাত ৯টায় পাল্পউড বাগান বিভাগীয় কাপ্তাই কর্মকর্তা ও স্টাপগন অভিযান চালিয়ে পাচারকালে মতিপাড়া হতে ১২০ঘনফুট জ্বালানি কাঠ আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা যায়। পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম (ডিএফও) জানান গোপন সুত্রে পাচারের খবর পেয়ে জ্বালানি কাঠ বোঝাই গাড়ি আটক করি। রাইখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম জানান এ বিষয়ে বন মামলা করা হয়েছে। এবং আটক জ্বালানি কাঠ ও ট্রাক রাইখালী সদর রেঞ্জে রাখা হয়েছে।