[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছেআগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়লো ব্যবসায়ীদের সম্বল

৩৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সদর ইউপির যৌথখামার বাজারে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে যৌথখামার বাজারে জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন থাকায়, আগুনে আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ায় ৬টি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানে থাকা সকল জিনিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সুত্রে জানা যায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। তিনি ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বোচ্চ সাহায্য সহযোগীতা করবেন বলে জানান।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে যৌথখামার বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুত্রপাত মোমবাতি থেকে হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মালামাল কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে ২০ লক্ষ টাকার মত মালামাল সব শেষ হয়ে গেছে এখন নি:স্ব হয়ে গেছি।