খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদসহ আটক দুই
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবগত রাত দেড়টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গরমছড়ি সাইনবোর্ড এলাকায় থেকে একটি সিএনজিসহ তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- লক্ষ্মীছড়ি উপজেলার মগাইছড়ি নতুন পাড়া এলাকার মোঃ আলম সুমন (৩২) ও একই উপজেলার বাইন্যাছোলা এলাকার সুমন চাকমা (৪৮)।
পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে একটি সিএনজি যোগে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে কয়েকজন মাদককারবারী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গরমছড়ি সাইনবোর্ড এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি সিএনজি থামিয়ে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাইমদসহ দুজনকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ। সেই সাথে পরিবহণের কাজে জড়িত সিএনজিও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, দেশীয় তৈরি চোলাইমদসহ আকটকৃত দুজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মদ বহণকারী একটি সিএনজি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।