খাগড়াছড়ির মানিকছড়িতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
॥ মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে পানিতে ডুবে একই দিনে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মানিকছড়ি উপজেলার উত্তর ডলু এলাকার ফাতেমা বেগম (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু ঐ এলাকার মোঃ আবুল হোসেনের মেয়ে। অন্যদিকে দুপুর ১টার দিকে উপজেলার ডাইনছড়ি এলাকায় হাফসা (৫) নামের আরেক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার আব্দুল হানিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ডলু এলাকার মোঃ আবুল হোসেনের মেয়ে ফাতেমা খেলাধুলার ফাঁকে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে না পেয়ে তার মা বাড়ির পাশে পুকুরে নেমে খুঁজতে থাকেন। পানিতে খোঁজাখুজির এক পর্যায়ে তার মায়ের পায়ে সন্তানের অনুভব হলে তাকে খুঁজে পান। পরে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে উপজেলার ডাইনছড়ি এলাকায় বড় ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে হাফসা নামের আরেক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, দুটি শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। একটি শিশুর পরিবার ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে। অন্য শিশুটির আইনি কার্যক্রম চলমান রয়েছে।