রাঙ্গামাটিতে অবসরপ্রাপ্ত শসস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’র কমিটি গঠন
যখন অবসরে আসি তখন অনেকেই ভাবেন আমরাই সব চেয়ে বোকা
॥ মিলটন বড়ুয়া ॥
সমাজে আমরা অনেকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হই। দায়িত্বে থাকাকালীন সমাজে গুরুত্ব থাকলেও যখন অবসরে আসি তখন অনেকেই ভাবেন আমরাই সব চেয়ে বোকা। আমাদের কাছে কোন শ্রেণী বিন্যাস চিন্তা নেই এবং থাকবে না। সোমবার (২৭ মে) দুপরে রাঙ্গামাটি শহরের কেকে রায়স্থ ‘মিয়ামী রেস্টেুরেন্ট’ এ অবসরপ্রাপ্ত শসস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার কমিটি গঠনে আহ্বায়কের বক্তব্যে সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সমীর কান্তি বড়ুয়া এসব কথা বলেন।
সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবুল কান্তি ত্রিপুরা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যাফটেনেন্ট শান্তি ময় খীসা,সার্জেন্ট সুনীল কান্তি চাকমা, সার্জেন্ট বিজয় কেতন চাকমা, সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও মুক্তিযোদ্ধা শফিকুল কাদের, বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আরোয়ার, সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট অরুন কান্তি দে, মোঃ হেলাল, কাজল দে, সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, ডাঃ মুশফিকুর রহমান সহ আরো অনেকে।
আহ্বায়কের বক্তব্যে সার্জেন্ট (অব) সমীর কান্তি বড়ুয়া আরো বলেন, জানতাম না যে সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের মধ্যে রাঙ্গামাটিতেই অনেকে রয়েছেন। গর্ববোধ করছি আমরা আমাদের কথা বলার জন্য সংগঠন করার সুযোগ হয়েছে। আমরা আমাদের এবং সমাজের কল্যাণেই কাজ করে যাব। তিনি বলেন, সমাজে আমরাও অনেকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হই। দায়িত্বে থাকাকালীন সমাজে গুরুত্ব থাকলেও যখন অবসরে আসি তখন অনেকেই ভাবেন আমরাই সব চেয়ে বোকা। কিন্তু আমাদের কাছে কোন শ্রেণী বিন্যাস চিন্তা নেই এবং থাকবে না। কৃতজ্ঞবোধ করছি আজ সবাইকে সাথে পেয়ে। এছাড়া কমিটিতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা এবং সার্জেন্টগন সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন বলেও সিদ্ধান্ত হয়।
পরে সকলের মতামতের ভিত্তিতে সেনা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমাকে সভাপতি, সমীর কান্তি বড়ুয়াকে সিনিয়র সহ-সভাপতি, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বিজয় কেতন চাকমাকে সাধারণ সম্পদক, অরুন কান্দি দে কে যুগ্ম সাধারণ সম্পাদক, বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আরোয়ারকে অর্থ সম্পাদক ও মোঃ হেলালকে যুগ্ম অর্থ সম্পাদক এবং সার্জেন্ট বাবুল ত্রিপুরাকে প্রচার প্রকাশনা সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট “অবসরপ্রাপ্ত শসস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা” এর একটি জেলা কমিটি গঠন করা হয়। পরে এ কমিটির আরো পরিধি বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়। এসময় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।
পরে আন্যন্য বক্তারা বলেন, আজ আমরা গর্বিত সকলেই আমাদের শেষ সময়ে এসে এ সংগঠনের মাধ্যমে সকলকে এক সাথে পাবো বলে। আমরা এবং আমাদের সহকর্মীরাই আমাদের পাশে থাকবে সুখে দুঃখে এক সাথে।