বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহন
॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। মঙ্গলবার (২৮মে) সকাল এগারোটায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে এই শপথ গ্রহণ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২৪ অনুষ্ঠিত রাঙামাটি সদর উপজেলা,কাউখালি,জুরাছড়ি ও বরকল উপজেলাসহ এ চারটি উপজেলায় নির্বাচিত ঘোষিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এর পরবর্তী নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। এসময় বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।