কাপ্তাইএ নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বণিক সমিতির সংবর্ধনা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনকে নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ পক্ষ হতে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় কাপ্তাইস্থ সমিতির কার্যালয়ে এ সংবর্ধনায় দেয়া হয়।
নতুন বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মোঃ করিম উদ্দিনের সভাপতিত্ব সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন নতুনবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ। বিশেষ অতিথির ক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক নবী হোসেন, কাপ্তাই উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি এম নুরু উদ্দিন সুমন,বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, নতুনবাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক একরামুল হক, আব্দুল আলিম কালাম। এসময় বণিক সমিতির সকল কমিটির সদস্য ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথিকে বণিক সমিতির উন্নয়নে নানান বিষয়ে সমস্যা তুলে ধরা হলে তনি কাপ্তাই উপজেলা মাদকমুক্ত এবং সুন্দর উপজেলা গঠনের আশ^াস দেন।