খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদেশী মদসহ গ্রেফতার ২
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮ বোতল বিদেশী মদ সহ ২জন কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর। গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্ধ করা হয়েছে বলে থানা সুত্র জানিয়েছে।
জেলা পুলিশ সুপারের কার্যলয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ব্যাঙমারা এলাকা থেকে ১৮ বোতল বিদেশী মদসহ উথোইচিং মারমা (২৭) এবং মংচেপ্রু মারমা (২৭) কে গ্রেফতার করে। আটক ব্যক্তি উভয়ই ১ নং রাবার বাগান ওয়াছু এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।