১০ আর ই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসাসেবা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রিজিয়নের আওতাধীন ১০আর ই ব্যাটালিয়নের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত জীবতলী ও মগবান ইউনিয়নের অসহায়,দুস্থ ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল, পিএসসি বলেছেন, নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণে সেনা প্রধানের নির্দেশনা রয়েছে। ক্যাম্পের মেডিক্যাল অফিসারগন উপস্থিত থেকে সেবা প্রদান করেন। অধিনায়ক বলেন ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। স্বাস্থ্যসেবা নিতে দূর্গম এলাকা হতে বিভিন্ন বয়োবৃদ্ধ ও শিশুরা ক্যাম্পে আসে।