[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য অঞ্চলে মাছের উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে

প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস পাচ্ছে ও তারা উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে

৭৬

॥ মনু মারমা ॥
মৎস্যজীবিরা যাতে তাদের জীবনমান উন্নতি করতে পারে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৩মে) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর এনেক্স ভবনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালায় সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার,এমপি এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর এনেক্স ভবনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালায় পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা মৎস্য সম্পদ আহ্বায়ক অংসুইছাইন চৌধুরী, প্রকল্প পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান, জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখুয়া, সুবির কুমার চাকমাসহ জেলা পরিষদ সদস্য ও স্টেক হোল্ডার প্রতিনিধিগণ। রাঙ্গামাটি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শাহীদ’র সঞ্চালনা করেন।

প্রধান অতিথি দীপংকর তালুকদার, এমপি বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক আন্তরিক। এ এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, স্কুল, কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসহ আরো অনেক কিছুই দিয়েছেন। এর পাশাপাশি এখানকার মৎস্যজীবিরা যাতে তাদের জীবনমান উন্নতি করতে পারে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, প্রান্তিক অঞ্চলে মানুষদের স্বাবলম্বী করতে মৎস্য চাষ প্রকল্পের মাধ্যমে বেকারত্ত্বের হার হ্রাস পাচ্ছে ও তারা উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে।

এ সময় প্রকল্প পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান জানান, পার্বত্য অঞ্চলের মৎস্য সম্পদ এবং পার্বত্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে পার্বত্য অঞ্চলে মাছের উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। তিনি জানান, এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ক্রিক উন্নয়নের জন্য ১৪৪টি বাঁধ ও ড্রেন নির্মাণ করা হয়েছে যার মধ্যে রাঙ্গামাটি জেলায় ৫৮টি। এছাড়া সুফলভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য তিন জেলায় মোট ৩৯৮০ জনকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। তার মধ্যে রাঙ্গামাটি জেলায় ১৪৮০জন।

মৎস্য অধিদপ্তর জানায়, তিন পার্বত্য জেলায় নিবন্ধিত ৭৭৫জন জেলেকে বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়েছে। রাঙ্গামাটি জেলা সদর ও বাঘাইছড়ি উপজেলায় কাপ্তাই লেকে ২টি মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের এ প্রকল্পের সমস্ত কার্যক্রম তুলে ধরেন পরীবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা হিফজুল বাহার ভূঁইয়া।