পিসিপির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নেই পাহাড়ের শান্তি নিহীত রয়েছে
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন” স্লোগান ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় পিসিপির ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সমাবেশ ও ৫ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩মে) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার সংলগ্ন কল্পরঞ্জন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কল্পরঞ্জন মাঠে এসে শেষ হয়।
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারন সম্পাদক লবিয়ত চাকমা এতে প্রধান অতিথি ছিলেন। ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অসীম প্রিয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা, সদস্য বাবু চাকমা, লংগদু উপজেলার সভাপতি দিপন চাকমা।
এতে বক্তারা পাহাড়ী ছাত্র পরিষদের ইতিহাস তুলে ধরে বলেন, পাহাড়ে জুম্ম জাতির উপর এক সময় নির্যাতনের কথা তুলে ধরে পাহাড়ী ছাত্র পরিষদের সব সময় অবদান রাখতে স্বোচ্ছার থাকার আহবান জানান। এতে চুক্তি বাস্তবায়নে ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের বিকল্প নেই। এ চুক্তির অনেক রক্ত ঝড়ার মধ্য দিয়ে এসেছে। ৭২টি ধারার মধ্যে অবাস্তবায়িক ধারাসমুহ বাস্তবায়নে সকলে সজাগ থাকার আহবান জানান। পার্বত্য চুক্তি বাস্তবায়নেই পাহাড়ের শান্তি নিহীত রয়েছে। এসময় ইউপিডিএফকে ষড়যন্ত্রকারী ভূইফোঁড় সংগঠন বলে অখ্যায়িত করে ধিক্কার জানান ইউপিডিএফ গণতান্ত্রিক দলের এর নেতারা।
গম্মেলনের শুরুতেই সঙ্গিতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন নেতৃবৃন্দরা।