হাঁস খেতে এসে ধরা পড়লো অজগর পওে ন্যাশনাল পার্কে মুক্ত
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি শিল্প এলাকায় খোঁয়াড়ে হাঁস খেতে এসে এবারও ধরা পড়লো ৮ফুটের অজগর। পরে মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় উদ্ধারকৃত সাপটি দুপুর ২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বন প্রহরী জয়নাল আবেদিন জানান, শিল্প এলাকার বসবাসরত নাসিরের বাসার হাঁসের খোয়াড় ঘর হতে এটি প্রথম উদ্বার করা হয়। সাপটি ৩টি হাঁস খেয়ে ফেলে। সাপটিকে ধরার পরে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান উদ্বারকৃর্ত সাপটি দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় ১০ কেজি। সাপটিকে অবমুক্ত করার সময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।