[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
[/vc_column_text][/vc_column][/vc_row]

উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ

নাইক্ষ্যংছড়িতে চেয়ারম্যান পদে সাবেক অধ্যাপকের আগমন বর্তমানের বিদায়

৩৫

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উৎসবমুখর পরিবেশ ও সুষ্ঠভাবে উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের অধ্যাপক তোফাইল আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সাথে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের মোহাম্মদ কামাল উদ্দিন আর ভাইস-চেয়ারম্যান পদে কলসি প্রতিকের সানজিদা আক্তার রুনা।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ২ জন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ আর সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ। মঙ্গলবারের এ নির্বাচনে মোটরসাইকেল মার্কা প্রতীকের অধ্যাপক তোফাইল আহমদ ভোট পেয়েছেন-১৫ হাজার ১৯৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ শফিউল্লাহ পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট। এদের দু’জনের ভোটের ব্যবধান হলো ৩ হাজার ৭৬৫ ভোট।

উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়ার ঘোষিত ফলাফলে থেকে আরো জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলায় কেন্দ্র সংখ্যা ২৬ টি। ভোটের সংখ্যা ৪৫ হাজার ২৭৯ টি। এ নির্বাচন ছিলো সম্পুর্ন নিরেপক্ষ। পাশাপাশি ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছেন ১৪ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়াপাখি মার্কার মোঃ শাহজাহান কবির পেয়েছেন ১১ হাজার ০৮৭ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩ হাজার ৪১১ ভোট। অপর দিকে ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীকের প্রার্থী সানজিদা আক্তার রুনা পেয়েছেন ১০ হাজার ৬১৯-ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতেিকর হামিদা চৌধুরী পেয়েছেন ৯ হাজার ২৯৫ ভোট।

এদিকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ এ প্রতিবেদককে বলেন, তার নির্বাচনী এলাকার সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করায় তিনি জেলার এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানান।