মাটিরাঙ্গায় ইসলামিক সাংস্কৃতিক পক্ষ উদযাপন
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনার আলোকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইসলামিক সাংস্কৃতিক পক্ষ উদযাপন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে মারদাসা স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ উদযাপন করা হয়।
ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ অনুষ্ঠানে উদ্বোধন করার পর শ্রেণি কার্যক্রমের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা ক্বিরাত, আযান, হামদ/নাত/ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগীতা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ হানিফুর রহমান, এবতেদায়ী, দাখিল ও আলিম স্তরের প্রভাষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের সব মাদরাসায় ১৬ থেকে ৩০ মে ইসলামিক সাংস্কৃতিক পক্ষ আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।