অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে কাপ্তাইয়ে ১০ হাজার টাকা জরিমানা
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পণ্যের গায়ে মেয়াদ লেখা না থাকায় দুই প্রতিষ্ঠানে ১০হাজার টাকা জরিমানা করছে জেলা ভোক্তা অধিদপ্তর। রবিবার (১৯মে) বেলা ১২টায় রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ রাঙ্গামাটি জেলা অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা কালীন সময়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পন্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে ‘মা’ মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ৮ হাজার ও তানহা সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির একটি দল অভিযানে সহায়তা করেন। ভোক্তা অধিকার বাস্তাবায়নে অধিদপ্তরের এ ধরের অভিযান নিয়মিত রাখতে আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ।