[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় ‘সফল’ এর কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা

৭৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা তৃনমুল এনজিও আয়োজনে ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দা লাইফলং সাক্সেস অফ অরফান চিল্ড্রেন ইন বাংলাদেশ (সফল) প্রকল্প আওতায় এতিম ও দূর্বল শিশু এবং তাঁদের পরিবারে বিশেষ সেবা বিধান সম্পর্কিত দিনব্যাপি কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা করা হয়েছে।

শনিবার (১৮মে) সকাল সাড়ে ১০টায় ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ হলরুম তৃণমূল উন্নয়ন সংস্থ আয়োজনে বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা। কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩১নং বোয়ালখালী মৌজার প্রধান(হেডম্যান) ত্রিদিব রায় পোমাং, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সচিব বোধি নিশান চাকমা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা, মহিলা মেম্বার মল্লিকা চাকমা, নাছিমা বেগম ও শেফালি চাকমা, ওয়ার্ড মেম্বার সদক চাকমা, ঝিনুরায় পোমাং, কামাল হোসেন, দীল মোহাম্মাদ, বিবাস ত্রিপুরা, জ্ঞান প্রিয় চাকমা, রিফিউস চাকমা, ইব্রাহিম কালু, দিপক জ্যোতি চাকমা প্রমুখ।

দাতা সংস্থা পেনি আপিলের অর্থায়নে ও তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ(সফল)’ শীর্ষক প্রকল্পের এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ নৌকাছড়ার কার্বারী ত্রিশংখ চাকমা, বব্রুবাহন হেডম্যান পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি বিজয় ত্রিপুরাসহ বিভিন্ন পাড়ার সমাজকর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর ভূবন ময় চাকমা, কমিউনিটি ভলান্টিয়ার প্রাণেশ ত্রিপুরা, জেলি ত্রিপুরা ও মোঃ সোহেল রানা।