রামগড় তথ্য অফিসের আয়োজনে মানিকছড়িতে মহিলা সমাবেশ
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের উত্তর ডলু মুসলিম পাড়াতে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
বৃহস্প্রতিবার (১৬ মে) বিকালে মহিলা সমাবেশে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান আফরিন লাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার বিলকিছ আক্তার, মাই টিভির সাংবাদিক ও এডভোকেট এ,এইচ, এম আলমগীর হোসেন।
মহিলা সমাবেশে অতিথিবৃন্দ স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস বিরোধী কার্যক্রম,তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার সহ নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া, জেন্ডার সমতা নিশ্চিত করণ এবং বিগত ১৫ (পনের) বৎসরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সমূহ এবং সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন এছাড়াও বর্তমানে তীব্র তাপপ্রবাহ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শুরুতে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উক্ত মহিলা সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন।