[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাজস্থলীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতদীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরণ করা হবেপানছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিতলংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভারাঙ্গামাটির লংগদুতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে মতবিনিময় সভামানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দরাবিপ্রবির শিক্ষক সংকট অনেকটাই নিরসন হয়েছে: ভাইস চ্যান্সেলররাঙ্গামাটিতে ব্যবসায়ীর ত্রি-খণ্ডিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী-স্ত্রী ফেফতারবান্দরবানের লামায় বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুনবান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ১১বসতঘর ভষ্মিভুত

১১৮

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ায় আগুনে পুড়ে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে ভষ্মিভুত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হয়েছে। সকালে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। পাশের কিছু ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হলে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা যাওয়া যায়। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল টিম আহতদেরকে প্রাথমিক চিকিৎস সেবা দিয়েছে। ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থাসচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মোঃ ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।