[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কাররাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ১১বসতঘর ভষ্মিভুত

১১৮

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ায় আগুনে পুড়ে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে ভষ্মিভুত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হয়েছে। সকালে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। পাশের কিছু ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হলে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা যাওয়া যায়। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল টিম আহতদেরকে প্রাথমিক চিকিৎস সেবা দিয়েছে। ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থাসচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মোঃ ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।