[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের থানচির পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা পাড়ায় ১১বসতঘর ভষ্মিভুত

১১৭

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানে থানচিতে দুর্গম এলাকা তিন্দু ইউনিয়নের পর্যটন কেন্দ্র খ্যাত থুইসা খ্যাং পাড়ার ১১টি বসত বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) সকালে থানচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে থুইসা পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, থানচি সদর থেকে দক্ষিণ-পূর্বে আমিয়াখুম, ভেলাখুম ও দেবতাপাহাড় রাস্তার সংলগ্নে পর্যটন খ্যাত থুইসা পাড়ায় আগুনে পুড়ে ১১টি বসতঘর সম্পূর্ণভাবে ভষ্মিভুত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন আহত হয়েছে। সকালে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। পাশের কিছু ঘরবাড়ি ভেঙ্গে ফেলা হলে ব্যাপক ক্ষতি থেকে রক্ষা যাওয়া যায়। আহতরা বর্তমানে আশঙ্কা মুক্ত। খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প এর মেডিকেল টিম আহতদেরকে প্রাথমিক চিকিৎস সেবা দিয়েছে। ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকার বেশি হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

২নং তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, থাসচি সদরে থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে খ্যাং সম্প্রদায়ে থুইসা পাড়া। সেখানে ৫টি কটেজসহ ১১টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ সাব-অফিসার মোঃ ইসমাইল মিয়া জানান, তিন্দু ইউনিয়নের দুর্গম এলাকা থুইসা পাড়ায় ১১টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এলাকাটি দুর্গম এবং নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে যথাসময়ে খবর পাওয়া যায়নি।