[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি

৭৬

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ তৃতীয় ধাপের ভোটে রাঙ্গামাটির লংগদু উপজেলার ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচার যুদ্ধে নেমে পরেছেন প্রতিদ্বন্ধি প্রার্থীরা।

সোমবার (১৩ মে) সকালে রাঙ্গামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন। এ সময় লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), অ্যাডভোকেট আবছার উদ্দিন (মোটরসাইকেল) বর্তমান ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- মোঃ রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যাণ মিত্র চাকমা (চশমা)। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)।

এদিকে প্রতীক পাওয়ার পর ১৪ মে মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছে। এদিকে গ্রামে, গঞ্জে, চায়ের দোকানে সব জায়গায়ই চলছে প্রার্থীদের নিয়ে আলচোনা সমালোচনা চলছে অনেক হিসেব নিকাস। কে হবে আগামীর লংগদু উপজেলার কর্ণধার, কাকে বেঁচে নেবে জনগণ। তা জানতে অপেক্ষা করতে হবে ২৯ মে রাত পর্যন্ত। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বুলবুল আহমেদ বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে ২২টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২শ’ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩১ হাজার ৮শ’ ৭৭ জন ও নারী ভোটার ২৯ হাজার ৩শ’ ৮৬ জন।